সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ কেন্দ্রে সকালে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নিবাচনে নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাড. হুমায়ন কবির প্রতিদ্বন্দিতা করছেন।
করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শুন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসন।