সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ কাল। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। গেল রাতে শেষ হয়েছে প্রচারণা।
রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম জানান, শতভাগ ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হবে। ইতিমধ্যেই কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসারদের নিকট ইভিএম মেশিন হস্তান্তর করা হয়েছে। আসনের মোট ১৬৯টি স্থায়ী ও ২টি অস্থায়ী কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে ১ লাখ ৮৪ হাজার ১৪৯ নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর আসনের পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬শ ১৫ জন। রিটার্নিং অফিসার, আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থীও মনে করছেন ইভিএম পদ্ধতিতে রেকর্ড সংখ্যক ভোটার ভোট প্রয়োগ করবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ এর সদরের একাংশ ও কাজিপুর উপজেলা নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।