সিরাজগঞ্জে ৩ ডাকাত ও ৩ ছিনতাইকারীকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আলাদা অভিযানে ৩ ডাকাত ও ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ২৩ হাজার ৫শ’ টাকাসহ মোবাইল ফোন সেট।
পুলিশ জানায়, গেল রাতে পূর্ব মোহনপুর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হাসুয়া ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এরআগে, বিকেলে রানীগ্রাম বটতলা থেকে গুণেরগাঁতী সড়কে এক নারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায় ওই তিন ছিনতাইকারী। পরে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।