সিরাজগঞ্জে সুতা প্রসেস মিলের বর্জ্যে যমুনা নদীর পানি দূষিত হচ্ছে
- আপডেট সময় : ০৬:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সুতা প্রসেস মিলের বর্জ্যে যমুনা নদীর পানি দূষিত হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। স্বাস্থ্যঝুঁকিতে এখন যমুনা পাড়ের মানুষ। বর্জ্য নদীতে মেশার কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন জায়গায় রয়েছে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এতে বাড়ছে নানা ধরনের পানি বাহিত রোগ।
সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী ও কামারখন্দ উপজেলা তাঁত সমৃদ্ধ এলাকা। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি তাঁত কল রয়েছে বেলকুচি উপজেলায়। এ উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তাঁত শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে সুতা। সুতা প্রসেস মিলে প্রক্রিয়াজাত শেষে পোশাক তৈরীর উপযোগী করা হয়। আর এই সুতাতে মেশানো হয় রং সহ নানা ধরনের বিষাক্ত কেমিক্যাল। পরিবেশ আইন অমান্য করে মিল মালিকরা সুতা প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যালের বর্জ্য নদী-নালা, খাল বিল এমনকি যমুনা নদীতেও ফেলছে।
প্রসেস মিলের বর্জ্যের দুর্গন্ধে ফুসফুস ক্যান্সার সহ জটিল রোগে মানুষ আক্রান্ত হতে পারে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
যে সমস্ত এলাকায় সুপেয় পানির অভাব রয়েছে সেখানে নিরাপদ পানির জন্য আরো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করার কথা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকার দ্রুত এই সমস্যাটি নিরসন করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।






















