সিরাজগঞ্জে বন্যা দূর্গত ৩০০ পরিবারের মাঝে সিকদার গ্রুপের ত্রাণ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী এলাকায় ৩০০ পরিবারের মাঝে সিকদার গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
আজ সিরাজগঞ্জের ছোনগাছার শিমলা ও পাঁচঠাকুরি এলাকায় দুস্থদের প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি লবন, ১ কোজ চিনি, ১ কেজি পেঁয়াজ, চিড়া ও গুড় ১ প্যাকেট, ১টি লাইফবয় সাবান সমৃদ্ধ একটি করে প্যাকেট বিতরণ করা হয়। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্গতি দেখে সিকদার গ্রুপ তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারা ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই দুর্যোগ অচিরেই কেটে যাবে বলে বিশ্বাস করেন।