সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরির সাড়ে তিন ঘণ্টা পর ছোঁয়ামনি নামে আড়াই মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
দুপুরের দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল এলাকায় নিজ বাড়ি থেকে শিশুটি চুরি হয়। শিশু ছোঁয়ামনি ওই গ্রামের সুলতান শেখের ছেলে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভদ্রঘাট বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এদিকে, জেলায় শিশু চুরি বৃদ্ধি এবং উদ্ধার তৎপরতা নিয়ে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন ওসি বাহাউদ্দীন ফারুকী।























