সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক চার জেএমবি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক চার জেএমবি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গেলো সন্ধ্যায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মল্লিকা বসাকের আদালতে চারজনকে হাজির করে পুলিশ। পরে ৮টায় তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বিকেলে সিরাজগঞ্জ রেব-১২ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত চার জেএমবির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় শাহজাদপুর থানায় তিনটি মামলা করেছেন। রেব জানায়, রাজশাহীতে আটক জঙ্গী সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শামীম হোসেন ওরফে কিরণ রাজশাহী জেএমবির আঞ্চলিক কামান্ডার মাহমুদের সেকেন্ড ইন কমান্ড এবং পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নেতা। তারা জেএমবির সামরিক শাখার সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে জেএমবির কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠন পরিচালনার জন্য চাঁদা সংগ্রহ করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।