সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মানের ২৭ বছর পেরিয়ে গেলেও নির্ধারণ করা হয়নি ডামপিং স্থান

- আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মানের দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো নির্ধারণ করা হয়নি নির্দিষ্ট ডামপিং স্থান। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হাজারো মানুষ। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে খুব দ্রুতই নির্দিষ্ট স্থানে নির্মান করা হবে ডামপিং পয়েন্ট।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরের প্রবেশ পথ,জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান কলেজ এবং পৌর বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলে স্তুপ তৈরী করা হচ্ছে। এতে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। বর্ষাকালে এসব ময়লার স্তুপে জীবানুনাশক স্প্রে না করায় এডিস, ডেঙ্গু প্রজাতির মশা মাছি সহ নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে।ফলে হুমকির মুখে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
লিখিত অভিযোগ দেবার পরেও কোন কাজে আসছে না। আর পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটা হচ্ছে বলে মনে করছেন শহরের সচেতন মহল।
মানব বসতির আশেপাশে কোন পঁচা ময়লা আবর্জনার ভাগার থাকলে সেখান থেকে বিভিন্ন ধরনের সংক্রমিত রোগ অতি সহজে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে জানালেন এই চিকিৎসক।
পাবনা ও বগুড়া বৃহত্তর ডামপিং প্রকল্পের আওতায় অত্র উপজেলার ঘাটিনা ব্রীজ এলাকায় ডামপিং এর জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে খুব শিঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি।
দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কাজ করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা শহরে বসবাসরত হাজারো মানুষের।