সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
২০০১ এর ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে দুর্বৃত্তদের বোমা হামলায় পাঁচ জন নিহত ও ২০ জন আহত হয়। ২০০৩ এর ডিসেম্বরে আসামিদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি মর্মে, তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। মামলাটি পূনঃতদন্তে ২০১৩ সালের ২৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশের ইন্সপেক্টর মৃণাল কান্তি সাহা।
দীর্ঘ দুই দশক পর, চাঞ্চল্যকর ওই হামলার রায় ঘোষণা করে আদালত। বাদী পক্ষের আইনজীবী জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত ১০ জনের মধ্যে ৮ জন এখনো পলাতক রয়েছে।
এদিকে, আসামী পক্ষের আইনজীবী বলছেন, কোনো এক পক্ষকে তুষ্ট করতেই এমন রায় দেয়া হয়েছে। এ সময় উচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দেয় তারা।
খালাসপ্রাপ্ত দুজন হলেন- সিপিবির কর্মী মশিউর রহমান ও রফিকুল আলম মিরাজ।

 
																			 
																		










