সিনহা হত্যাকাণ্ডের পর তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।ফলে ২৩ আগস্টের পরিবর্তে আগামী ৩১আগস্ট চুড়ান্ত প্রতিবেদন জমা দিবে কমিটি।
এনিয়ে ২য় দফায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো। এর আগে ৪ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সরকারের যুগ্ম সচিব মিজানুর রহমানকে প্রধান করে ৪সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে সিনহা রাশেদ খান হত্যার পর পুলিশের জব্দ করা ডিভাইস আদালতের আদেশে রেবে হস্তান্তর করা হয়েছে।















