সিদ্ধিরগঞ্জে ভুয়া সিল, পাসপোর্ট, কম্পিউটার ও নগদ অর্থসহ ৭ দালাল গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে থেকে ভুয়া সিল, পাসপোর্ট, কম্পিউটার ও নগদ অর্থসহ ৭ দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বিকেলে জালকুড়ি পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় সাত দালালকে আটক করা হলে তাদের দেয়া তথ্যমতে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ভুয়া সিল, ৫টি পাসপোর্ট, ২টি কম্পিউটার, ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে পাসপোর্ট তরতে আসা লোকদের জিম্মি করে অর্থ আদায় করতো তারা।