সিটি নির্বাচনে পেশীশক্তি ব্যবহার করে জয়ী হওয়ার সুযোগ নেই : সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশনে পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কুমিল্লার নির্বাচনের মধ্যে দিয়ে কমিশন একটি সুন্দর সূচনা করতে চায়। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময়ে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে কথা বলেন তিনি। ধারণা দেন নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর ভূমিকার বিষয়ে। সিইসি বলেন, পেশীশক্তির ব্যবহারের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলার কারণে ভোট ভণ্ডুল হলে দায় নিতে হবে পুলিশকে। সফল হলে ৯৯ শতাংশ প্রশংসাও হবে তাদেরই। এ সময় পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদারকি করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।