সিটি নির্বাচনে কুমিল্লায় সূচনা, ময়মনসিংহে টিটু মেয়র নির্বাচিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশেনে মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তাহসীন বাহার সূচনা এবং ময়মনসিংহে সিটি নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিট।
কুমিল্লা উপনির্বাচনে তাহসীন বাহার সূচনা বাস প্রতীক নিয়ে ১০৫ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুমিল্লা সিটির সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন।ভোট গণনা শেষে শনিবার রাতে তাহসীন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। এদিকে, দ্বিতীয় মেয়াদে ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু, টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৮ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী হাতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।























