সিটি কর্পোরেশনের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : তাপস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
উত্তরাধিকার সূত্রে পাওয়া জঞ্জাল সরাতে কাজ করছেন বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকার কাপ্তানবাজারে নির্মিত আধুনিক কসাইখানা পরিদর্শনশেষে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
রাজধানীর কাপ্তান বাজারের নির্মিত আধুনিক কসাইখানার নির্মাণ কাজের পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিসেম্বরের মধ্যেই দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশনা দিয়ে অল্প সময়ে দক্ষিণ সিটির উন্নয়ন তুলে ধরেন মেয়র ।
তিনি আরো বলেন, নান্দনিক রূপ দিতে আদি বুড়িগঙ্গা নদীকে সম্পূর্ণরূপে উদ্ধার করে সেখানে পার্ক স্থাপনের চেষ্টা চলছে।
মশক নিধন কর্মী কমিয়ে আনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, মশা মারতে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কোরপোরেশন ।