সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত একজন বাংলাদেশির অবস্থা সংকটাপন্নঃ পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত একজন বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার ঢাকায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসবেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার সংস্কার নিয়ে অধিবেশনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, করোনা আক্রান্ত ৪ জন বাংলাদেশি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে নিবিড় পর্যবেক্ষনে থাকা একজনের অবস্থা আশংঙ্কাজনক বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।আব্দুল মোমেন বলেন, সংকটাপন্ন বাংলাদেশির বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
সিঙ্গাপুর ছাড়া আর কোনো দেশে বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলেও জানান আব্দুল মোমেন।