সায়েন্স ল্যাবরেটরির বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয় : ডিএমপি কমিশনার

- আপডেট সময় : ১০:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নাশকতা নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি।এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বাণিজ্যিক ভবন শিরিন ম্যানশনে সকাল ১০টা ৫২ মিনিটে ঘটে ভয়াবহ বিস্ফোরণ ।
ভবনটির তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থেকেই ঘটে এই দূর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ভবনটির তৃতীয় তলায় বিকট শব্দে ধসে পড়ে তৃতীয় তলার দেয়াল। চাপা পারে ঘটনাস্থলে নিহত হন তিনজন। আহত হন বেশ কয়েকজন।
তাৎক্ষণিক ছুটে আসে ফায়ার সার্ভিস ও ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট। কি কারনে এমন দুর্ঘটনা তা অনুসন্ধানের চেষ্টা চালান তারা।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
পরিদর্শন শেষ সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা।
বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান খন্দকার গোলাম ফারুক।
বিস্ফোরণে দদ্ধ ও আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে।
চিকিৎসাধীন কারও অবস্থা ক্রিটিকাল হলে, তাকে আইসিইউতে স্থানান্তরের কথাও জানান ডা. সামান্ত লাল সেন।