সাড়ে ৪কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৭১৬ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে সাড়ে ৪কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি
একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি’র অধিনয়াক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, শনিবার দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর নামক স্থানে ফেম পরিবহনের একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিজিবি জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে শরীয়তপুর এবং পরে বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল ওই ২যাত্রী।























