সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্রবাহিনী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্রবাহিনী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সামরিক যাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- বঙ্গবন্ধুর দেখানো এই পররাষ্ট্রনীতি অবলম্বন করেই চলছে সরকার। দেশের অভ্যন্তরীণ কোন সমস্যা থাকলে তা দেশেই সমাধান করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না। প্রতিটি বাহিনীকে আন্তর্জাতিক মানের দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের তাগিদ দেন তিনি।