সারা বিশ্বে বাংলাদেশ আজ বিশ্ময়কর অর্থনীতির দেশ হিসেবে পরিগনিত : নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সারা বিশ্বে আজ বাংলাদেশ বিশ্ময়কর অর্থনীতির দেশ হিসেবে পরিগনিত।করোনার ছোবল সত্বেও দেশের উন্নয়ন থেমে নেই। এমন মন্তব্য করেছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সকালে দিনাজপুরের বিরল উপজেলায় ধুকুরঝাড়ি কলেজ ও স্কুলের উন্নয়ন কাজের উদ্বোধনসহ প্রায় ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্ব ব্যাংকের অসহযোগিতা সত্বেও আজ পদ্মা সেতুর ৩৮তম স্পেন বসেছে। শত প্রতিকুলতা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী এই অসাধ্য কাজ সাধন করেছেন। এসময় বিরল উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও অধ্যক্ষ তোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
























