সারাদেশে ২৮ হাজার মানুষ এখনো হোম কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ সারাদেশে ২৮ হাজার মানুষ এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও করোনা উপসর্গ থাকায় বেশ কয়েকজনকে আইসোলেশনে পাঠিয়ে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্রও দেয়া হচ্ছে অনেককে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ৬৩ জন প্রবাসী স্বাভাবিক জীবনে ফিরেছেন। নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই প্রবাসীকে। এ নিয়ে জেলায় ২২৯ জন প্রবাসী এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
কুমিল্লার ১৬ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর পর আজ সকালে ৯ জনের ফল নেগেটিভ এসেছে। বাকীদের ফলাফল পরে ঢাকা থেকে পাঠানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়তুজ্জামান। তিনি আরো জানান, কুমিল্লায় এ পর্যন্ত ২শ’ ৩৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন এবং ১৪৫ জন মুক্তি পেয়েছেন।
খুলনায় বিদেশফেরত ১ হাজার ৮৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১ হাজার ৬২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে নতুন ১ জনসহ ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন করে ৫ জনসহ ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ১৭ দিনে ছাড়া পেয়েছেন ৪৫৪ জন।
দিনাজপুরের ১৩টি উপজেলায় ২৪ ঘন্টায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টাইনে না এলেও বর্তমানে কোয়রেন্টাইনে রয়েছেন ৯৮ জন। আর ১৪ দিনের মেয়াদ শেষের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬৯৫ জন।
চাঁদপুরে হোম কোয়ারেন্টাইন আছেন বিদেশ ফেরত ৩৬ জন; ছাড়পত্র দেয়া হয়েছে ১০ জনকে। করোনা পরীক্ষার জন্যে ১০ জনের নমুনা পাঠানো হলেও এখনো রিপোর্ট দেয়া হয়নি।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরো ৭ জনসহ মোট ১ হাজার ৪০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৬৩ জন।
ফেনীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনসহ মোট ১ হাজার ১১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং মেয়াদ শেষ হয়েছে ৯৪৪ জনের। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ জনের।
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ২ জন বিদেশ-ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ৪৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টাইন শেষ করেছেন ৫২৩ জন। আইসোলেশনে আছে ১ জন।
মৌলভীবাজারে ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনসহ ৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
পাবনায় ২৪ ঘন্টায় নতুন ১ জনসহ মোট ৮৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ৫২২ জনকে।
ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত ১ হাজার ৪০৪ জনের মধ্যে নতুন করে ১৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮৬ জন। ছাড়া পেয়েছেন ২২৯ জন।