সারাদেশে হেলথ এসিসটেন্ট এ্যাসোসিয়েশনের কর্মবিরতি

- আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেতন বৈষম্য নিরসনের দাবীতে হেলথ এসিসটেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেতন বৈষম্য নিরসনের দাবিতে হেলথ এসিস্টেন্ট এ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা কর্মবিরতি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা হতে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা চত্বরে অবস্থান নিয়ে ইপিআইসহ যাবতীয় কার্যক্রম হতে কর্মবিরতি শুরু করেন তারা।
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করে।
সারাদেশের সাথে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি পালন করা হয়েছে।
জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য পরিদর্শক ১১তম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম বেতন গ্রেড প্রদান করে ১ বছরের প্রশিক্ষণ দিয়ে বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে।
একই দাবিতে ঝিনাইদহের কালিগঞ্জে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ কর্মবিরতি ।
নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে নড়াইলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা। সকাল থেকে জেলা ও উপজেলা শহরে কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সহকারীরা।