সারাদেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে

- আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সারাদেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। পৌষের শেষ সময়ে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা ঢাকা থাকছে ঘন কুয়াশার চাদরে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
কুড়িগ্রামে দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বিকেল হতে না হতেই আবার কুয়াশার চাদরে ঢেকে যায়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এখন পর্যন্ত সরকারীভাবে কুড়িগ্রামের ৯ উপজেলায় ৩৫ হাজার ৫শ’ পিস কম্বল বিতরণ হয়েছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ২/৩ ডিগ্রি সেলসিয়াস কমেচুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল থেকে হিমেল বাতাসে নাকাল জেলার ১৩ লাখ মানুষ। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীত, সাথে বাড়ছে কুয়াশা। রাতভর পড়ছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
ভোর থেকে দিনের অর্ধেক সময় পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার পথঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।