সারাদেশে লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়লো
- আপডেট সময় : ০৭:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে ঈদের আগে সাধারণ মানুষের জীবিকার কথা ভেবে এই লকডাউন কিছুটা শিথিল করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনার দ্বিতীয় ঢেউ এর সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমাতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রবিবার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাব গৃহীত হয়।
সোমবার সকালে সচিবালয়ে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বসে সচিবদের সভা। সিদ্ধান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী চলমান লকডাউন আরো এক ৭ দিন বাড়িয়ে আপাতত ২ সপ্তাহ করা হবে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে বলেন, করোনা প্রতিরোধে সরকার কঠোর হলেও জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে তা শিথিলেরও চিন্তা ভাবনা রয়েছে।
সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া এ সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল।
























