সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য আরো ৫০ হাজার ঘর নির্মাণ
- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য আরো ৫০ হাজার ঘর নির্মাণ শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে মাগুরায় তৈরি হচ্ছে ২৪৪টি ঘর। প্রতিটি ঘর তৈরিতে খরচ হচ্ছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। এতে করে গৃহহীন মানুষের আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বিস্তির্ণ এলাকায় সারি সারি রঙ্গীন ঘর । এ যেন একঝাক রঙ্গীন স্বপ্ন । মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের রঙ্গীন টিন দিয়ে তৈরী সুদৃশ্য ফকিরের বছড়া আশ্রয়ন প্রকল্প এরই একটি । এ আশ্রয়নে ঘর পেয়েছেন তহমিনা পারভীন । ভূমিহীন দিনমজুর স্বামীর সংসারে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরটিতেই ধীরে ধীরে সাজাচ্ছেন তার স্বপ্নের সংসার। ফ্রিজ, গ্যাসের চুলাসহ ঘর সাজানো নানা সামগ্রীতে ক্রমেই এগিয়ে যাচ্ছেন সচ্ছলতার পথে । এখন স্বপ্ন দেখেন নিজের ছেলেটিকে মানুষের মত মানুষ করতে । তার মতই স্বপ্ন দেখেছেন এখানকার অন্যান্য বাসিন্দারাও ।
সামান্য মাথা গোজার জায়গার অভাবে যে সকল মানুষ এলাকায় ছিলেন বঞ্চিতের কাতারে । নিজেদের অধিকার বুঝে পেয়ে তারা এখন স্বপ্ন দেখছেন উন্নত সমৃদ্ধ একটি পরিবার গড়তে । স্থানীয় জনপ্রতিনিধিরা করছেন নিয়মিত মনিটরিং।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ শনিবার দিনব্যাপী মাগুরার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন । তৃতীয় ধাপে আরও বেশী শক্তিশালী করে ৪৯ হাজার ৫২৬টি আশ্রয়হীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে ঘর। গ্রেডভিম এবং আরসিসি পিলার এর উপর নির্মিত এসকল ঘর পূর্বের তুলনায় আরও বেশী টেকসই হবে বলে জানান এলজিইডির প্রকৌশলী ও সংশ্লিষ্ঠরা ।
দ্রুত এ ঘর বরাদ্দ করে গৃহহীন ও ভূমিহীন দেশ গড়তে এ ধারা বিশেষ ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।










