সারাদেশে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ

- আপডেট সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। সারাদেশে বীর শহিদদের স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর কার্যক্রম। পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত হয়।
মেহেরপুরের শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদবেদীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ডঃ মনছুর আলম খাঁন ও পুলিশ সুপার রাফিউল আলম।
৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মমিনুর রহমান, ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালে প্রথম প্রহরে স্মৃতি-৭১ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সিটি করপোরেশন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, মেট্রো ও রেঞ্জ পুলিশ।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।প্রত্যুষে নগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
মহান বিজয় দিবসে ময়মনসিংহের ধোবাউড়া স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা। পরে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে গণতন্ত্র নেই, নেই আইনের শাসন । জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে সরকার।
ময়মনসিংহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নগরীর পাটগুদামের কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান সিটি মেয়র ইকরামুল হক টিটু।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকালে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক।
ঝিনাইদহে সদর থানা চত্বরে ৩১বার তোপধ্বনিতে শুভ সুচনা হয়। সকালে প্রেরণা একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বর্নাঢ্যা আয়োজনে ফেনীতে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুরু।
বর্নাঢ্যা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে সকালে ৩১ বার তোপধ্বনি করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
কুড়িগ্রামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়।
রংপুরে বিজয় দিবস উপলক্ষে সকালে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধুর ম্যূরাল ও সুরভী উদ্যানের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিজয়ের সূবর্ণজয়ন্তীতে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে দিবসটি।
বেনাপোলসহ শারশা উপজেলার নানা আয়াজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। দিবসটি উপলক্ষে শারসা ও বেনাপোল থানা চত্তরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এছাড়াও- মাদারীপুর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, মৌলভীবাজার, রাজবাড়ী, নীলফামারী, শেরপুর, যশোর, ঝিনাইদহ ও নড়াইল, বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।