সারাদেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
এদিকে, সারাদেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
ঝিনাইদহে এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বের হয় রেলী। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ নব-গঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আনন্দ মিছিল ও কেক কাটাসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
পটুয়াখালীতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল নামে। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচী শুরু করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সহ-সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরমেয়রসহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।