সারাদেশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন করেছে বিএনপি

- আপডেট সময় : ০৬:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
খুলনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে, নগরীর ৫ থানা, ৩১ ওয়ার্ড ও ৩ ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়। দলের প্রতিষ্ঠাতার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৭৫’এর পট পরিবর্তনের পর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তখন জিয়াউর রহমানই সবাইকে পথ দেখিয়েছেন।
গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়ার প্রতিকৃতিতে পুষ্পুমাল্য অর্পণ করে বিএনপি নেতারা। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগ-যুবলীগ ও অছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে।
ঝিনাইদহে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে দলকে আরো শক্তিশালী করার আহবান জানান নেতারা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রাজপথে থাকার আহবান জানান তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর, ব্রাহ্মনবাড়িয়া ও সাতক্ষীরায়ও আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।