সারাদেশে ঠান্ডাজনিত রোগ-বালাই বেড়েছে
- আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। সিমান্তবর্তী জেলাগুলোতে এখনো কনকনে শীত অনুভূত হচ্ছে। লেগে আছে ঠান্ডাজনিত রোগ-বালাই।
গত সপ্তাহের তুলনায় শীত কিছুটা কমলেও পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট জেলায় শীতের দাপট রয়ে গেছে। খুব সকাল খেটে খাওয়া মানুষ জীবিকার সন্ধানে বের হয়ে বিপাকে পড়ছেন। হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগির সংখ্যা বেড়েছে কয়েকগুণ। হাড় কাঁপানো শীতের রাতে কুয়াশার জন্য সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। আবার সকাল ও বিকেলেও হেডলাই জ্বালিয়ে যানবাহন চলছে সড়কে।
ঢাকায় সকালে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে এসেছিল। আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন।
সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।



















