সারাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি

- আপডেট সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে রেলী, আলোচনা সভা এবং বেলুন-ফেস্টুন উড়ানোসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ সব কর্মসুচি থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানায় নেতা-কর্মীরা।
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মহানগর বিএনপি। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপির যৌথ উদ্যোগে সকালে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আদায়ের আন্দোলনের আহ্বান জানান।
জামালপুরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর নেতৃত্বে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আদর্শে সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র পূণর্রুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহ্বান জানান।
নাটোরে বিএনপি’র উদ্যোগে জাতীয় ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপি’র দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য শাজাহান খানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
কুড়িগ্রামে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যরা।
দুপুরে খুলনা কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানায়।
৭ই নভেম্বর দিচ্ছে ডাক গণতন্ত্র মুক্তিপাক এই শ্লোগানকে সামনে রেখে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর ও ঝালকাঠিসহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।