সারাদেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১০:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলায় রেলী, কেক কাটা ও আলোচনাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সকালে ছাত্রলীগের মহিউদ্দিন শিকদার লিপুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
সকালে ৯টায় বরিশাল সদর রোডে বঙ্গবন্ধু এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা।
বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে পালিত হয়। দুপুরে মহানগর ছাত্রলীগের আয়োজনে শহরের বর্ণাঢ্য রেলী বের হয়। শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন নেতাকর্মীরা। উদযাপনে কেক কাটার ব্যবস্থা রাখা হয়।
ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রেলী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে ট্রাকে করে রেলী বের হয়। শহরের বেশ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে মাদারীপুর সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ আলোচনা সভঅ অনুষ্ঠীত হয়।
ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বর্নাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।
মুন্সীগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ।