সারাদেশে চিকিৎসা উপকরণ ও অতি জরুরী সামগ্রী পৌছে দিচ্ছে এস এ পরিবহন

- আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনার প্রকোপে সরকার ঘোষিত চলমান ১০ দিনের ছুটিতে বন্ধ রয়েছে দেশের রাষ্ট্রীয় ডাক। বন্ধ অন্য বেসরকারী কুরিয়ার সার্ভিসও । তবে করোনা মোকাবিলায় সারাদেশে চিকিৎসা উপকরণ ও ওষুধসহ অতি জরুরী সামগ্রী পৌছে দিচ্ছে প্রাচীন ও স্বনামধন্য কুরিয়ার ও পার্শ্বেল সার্ভিস-এস এ পরিবহন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিনিয়ত ভর্তুকি দিয়েই চলছে এই সার্ভিস। আর দুর্যোগে কাঙ্খিত সার্ভিস পেয়ে খুশী গ্রাহকরা। তারা বললেন, দুর্যোগে সার্ভিস বহাল রাখায় সরকারি প্রনোদনা পাওয়ার দাবি রাখে এসএ পরিবহন।
সারাদেশে যখন চলছে অঘোষিত লকডাউন, তখন এই দৃশ্যই বলে দেয় কাউন্টারগুলোতে যেখানে ভীড় থাকে প্রতিনিয়ত সেখানে নেই তেমন গ্রাহকের উপস্থিতি। তবে বসে আছেন, দেশের শীর্ষস্থানীয় পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস- এস এ পরিবহনের নিরলস কর্মীরা। জরুরী সেবার ব্রত নিয়ে কাজ করছেন তারা।
বুকিং হওয়া জরুরী পন্য পরম মমতায় স্বাস্থ্য বিধি মেনে গাড়ীতে তুলছেন এস এ পরিবহনের কর্মীরা। যেখানে আছে ওষুধ, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ও মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী।
কর্মকর্তারা বলছেন, এই দুর্যোগে দেশের কোন শাখাই তারা বন্ধ করেননি। তবে প্রতিটি ট্রিপেই গুনতে হচ্ছে বিশাল অংকের লোকসান।
প্রতিষ্ঠানটির ক্ষতি হলেও দুসময়ে সার্ভিস চালু রাখায় এস এ পরিবহনের ওপর বেশ খুশী গ্রাহকরা । তাদের মতে, সরকারী সহায়তার দাবি রাখে প্রতিষ্ঠানটি।
ব্যবস্থাপনা পরিচালক জানালেন, দীর্ঘ ৪০ বছরের সেবাদানকারী এসএ পরিবহন জাতির এই ক্রান্তিকালে বন্ধ থাকতে পারে না। সার্ভিস সচল রাখার মধ্যদিয়েই করোনা মোকাবিলার সরকারের পাশে আছে প্রতিষ্ঠানটি।
ভর্তূকীর প্রসঙ্গে তিনি বলেন, সরকার মনে করলে অনেক কিছুই করতে পারেন এই জরুরী সার্ভিসের জন্যে।
করোনা পরিস্থিতিতে লোকসানসহ শত প্রতিকুলতা সত্ত্বেও এসএ পরিবহনের সার্ভিস সচল রাখার প্রত্যয় জানান সালাহউদ্দিন আহমেদ।