সারাদেশে চলছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ

- আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনী সহিংসতার শঙ্কার মধ্যেই ভোট গ্রহণ চলবে বিকেল পর্যন্ত। তবে তেমন কোন সহিংসতার খবর সকাল থেকে পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইভিএমে হচ্ছে। বাকি ইউনিয়নে ভোট হচ্ছে ব্যালট পেপারে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
গাজীপুরের সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট চলছে। চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২১টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্বপালন করছেন।
ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৩ জন, সাধারণ সদস্য পদে ৮২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ভোটকেন্দ্র থেকে ছয় কিশোরকে আটক করা হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদার মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ও বিজয়নগরের নির্বাচনে ১৭ হাজার অর্থ লেনদেনের অভিযোগে দুই পোলিং এজেন্টকে তিন মাস ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজন সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।