সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৭৭ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে সারাদেশে ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা ভাইরাসের নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ৮১ হাজার ৮৭৫ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪৮২ জনসহ এ পর্যন্ত মোট দুই লাখ ৯৫ হাজার ৮৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






















