সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

- আপডেট সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন।
আর একদিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন আট লাখ ২৬ হাজার ৯২২ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬৩৭ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৪২ জন। তাদের নিয়ে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। গেলো ২৪ ঘণ্টায় ৫১০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৪৭৬টি। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি নমুনা। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৬৫ হাজার ১১২টি।