সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন

- আপডেট সময় : ০৭:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হলো। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। ফলে মোট মৃত্যু হলো ৬ হাজার ৩৮৮ জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৬৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এ পর্যন্ত মোট ২৬ লাখ ৪৯ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ শতাংশ এবং এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৩ শতাংশ। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৯০৯ জন এবং এক হাজার ৪৭৯ জন নারী মৃত্যুবরণ করেছেন।