সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সাড়ে ৭ মাসে এ রোগে মারা গেছেন ৫ হাজার ৯৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী। আজ এ রোগে ১ হাজার ৭৩৬ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।