সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জন মারা গেছেন
- আপডেট সময় : ০৫:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৬ জনে। আর একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২০১ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন করোনা রোগী। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন। অধ্যাপক নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২০১টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ২০১ জন। এখন পর্যন্ত ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ বলে জানান ডা. নাসিমা সুলতানা। এসময় বন্যা কবলিত এলাকার মানুষদের টিউবওয়েলের পানি পান করার আহবান জানিয়ে এ পানিও না পেলে ফোটানো পানি পান করার পরামর্শ দেন তিনি।























