করোনা শনাক্তের ১২০তম দিনে মৃতের সংখ্যা ছাড়ালো দুই হাজার
- আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে দুই হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। আর একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দু’ হাজার ৭৩৮ জনের। এ নিয়ে দেশে এযাবৎ করোনা শনাক্ত হলো মোট এক লাখ ৬২ হাজার ৪১৭ জনের। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আবারো আহবান জানান তিনি।
দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সবশেষ তথ্য দেন অতিরিক্ত মহাপরিচালক।
এসময় তিনি ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত এবং মৃতের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি আরো জানান, মৃত্যুবরণকারী ৫৫ জনের মাঝে ৩৭ জনই পুরুষ। আর এ পর্যন্ত মারা যাওয়া দু’ হাজার ৫২ জনের মধ্যে এক হাজার ৬২৪ জন পুরুষ এবং ৪২৮ জন নারী।
২৪ ঘণ্টায় পরীক্ষার হিসেবে করোনা শনাক্তের হার প্রায় ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ বলে জানান নাসিমা সুলতানা।
করোনা থেকে রক্ষায় বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।















