সারাদেশে একদিনে আরও তিন হাজার ৭৭৫ জন নতুন করোনা রোগী শনাক্ত

- আপডেট সময় : ০৫:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৭৭৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরো ৪১ জন। এতে সর্বমোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮৮৮ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা। এসময় তিনি বন্যাদুর্গত এলাকায় পানিতে ডুবে যাওয়া ও সাপে কাটা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
করোনায় সারাদেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। তবে এটা গত দিনের তুলনায় অনেকটা কম বলে নিয়মিত ব্রিফিংয়ে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন এবং করোনা পরীক্ষায় বেসরকারি পর্যায়ে আরও একটি পিসিআর ল্যাব যুক্ত হবার তথ্য জানান তিনি।
দেশের অনেক এলাকায় বন্যা শুরু হওয়ায় স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহসহ অপমৃত্যু ঠেকাতে বন্যাকবলিত এলাকার মানুষের প্রতিও পরামর্শ দেন তিনি।
আবারো সঠিকভাবে মাস্ক ব্যবহার এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।