সারাদেশে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
রক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটিতে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর বিভাগীয় ও জেলার আয়োজনে বণ্যাঢ্য রেলি ও আলোচনা সভা হয়েছে। এ সময় বক্তরা বলেন, নগরজীবনে স্বাস্থ্যঝুঁকির জন্য শব্দ দূষণকে দায়ী করেন। শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য তাদের
কুমিল্লায়ও আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত হয়েছে। শিল্পকলা একাডেমি থেকে একটি রেলী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মিলনায়তনে শেষ হয়। নড়াইলে আন্তজার্তিক শব্দ সচেতনতা দিবসে রোলি ও আলোচনা সভার আয়োজক জেলা প্রশাসন। শব্দ দূষনের ক্ষতিকারক দিক ও প্রতিকার নিয়ে আলোচনা হয়।
নেত্রকোণায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন, র্বণাঢ্য রেলী ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। দিনাজপুরে মানববন্ধন, রেলি ও আলোচনা সভায় দিবসটি পালিত হয়।





















