সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক হামলায় জড়িত সবাই চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ঘরে ঘরে পুলিশ নয়, জনগণ সজাগ থাকলেই অপরাধমুক্ত সমাজ তৈরি হবে। আর, সাইবার অপরাধ নিয়ে আমাগীতে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধনের আয়োজন করে রাজারবাগ পুলিশ লাইনস। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, করোনায় ফ্রন্ট ফাইটার হিসেবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছেন।
অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ভীতি ও অপরাধমুক্ত সমাজ গঠন করা পুলিশের পক্ষে এককভাবে সম্ভব নয়। সাইবার ওয়ার্ল্ড নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পুলিশ প্লাজায় দিবসটি উপলক্ষে গুলশান বিভাগের এক আয়োজনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ভীতি থেকে ভরসা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে পুলিশ।
অপরাধীরা যেন আড়ালে থাকতে না পারে, সেজন্য ভাড়াটিয়াদের তথ্য নতুন করে আপডেটের আহবান জানান পুলিশের কর্মকর্তারা।