সাম্প্রদায়িক হামলার নামে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে : বিএনপি

- আপডেট সময় : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্র।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তামানে দেশে অনেক লোক না খেয়ে মারা যাচ্ছে অথচ সরকার সাম্প্রদায়িক দাঙ্গার নামে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।
এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা টিকে থাকার জন্যই কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপে হামলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে।
এদিকে সাকালে দলটির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের পরিকল্পিত ভাবে টার্গেট করা হচ্ছে।
স্পর্শকাতর বিষয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে চাইছে সরকার। এসবই ক্ষমতা দীর্ঘ করার হীনচেষ্টা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।