সাম্প্রদায়িক সহিংসতা রুখতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্তক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

- আপডেট সময় : ১২:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সহিংসতা রুখতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্তক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা এই হামলা চালাচ্ছে। ফেইসবুকে অপপ্রচার চালিয়ে বিএনপি জামায়াত কর্মীরা এই ঘটনার পেছনে জড়িত বলে অভিযোগ তাঁর। রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।