সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

- আপডেট সময় : ০৭:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার পাশাপাশি পরমতসহিষ্ণু ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংসদে বিশেষ আলোচনায়, দেয়া ভাষণে এ সব কথা বলেন রাষ্ট্রপতি।
করোনা মহামারী উপেক্ষা করে সীমিত পরিসরে জাতি উদযাপন করছে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে বুধবার বিশেষ আলোচনায় যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
স্মারক বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন- বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজে পূর্ণতা দিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের ঋণ শোধ করতে দলমতের পার্থক্য ভুলে উন্নয়নের যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলে জানান তিনি।
দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে দেশে স্বস্তি বিরাজ করছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।