সাম্প্রদায়িকতার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
সকালে গাজীপুর বোর্ডবাজার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দেয়ার দাবি করেন।
এদিকে, কুষ্টিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ও সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার নেতাকর্মীরা।