সাভার পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব

- আপডেট সময় : ১১:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
শীত মৌসম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাভার পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। অভিযোগ রয়েছে মাঝে মধ্যে পৌরসভার পক্ষ থেকে ওষুধ ছেটানো হলেও নেই কোনো প্রতিকার। লোকবল কম দেখিয়ে দায়সারছেন সংস্লিষ্ঠরা। এতে বাড়ছে জনদুর্ভোগ।
সাভার পৌরসভায় শুধু বাস স্টান্ড এলাকার ড্রেন নয়। দীর্ঘ দিন পরিষ্কার করা হয় না পৌর এলাকার আরো অনেক ড্রেন। মশার যন্ত্রনা এখানকার মানুষের নিত্ন সঙ্গী হয়ে উঠেছে এখন। দুপুরের পর থেকে পর দিন সকাল পর্যন্ত চলে মশার দৌরাত্ম।
জন প্রতিনিধিরা বলছেন, মশা নিধনে অন্তরিকতার কোন অভাব নেই। তবে পরিস্কার রাখতে হবে বাড়ির আশপাশ। মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংস্লিষ্ঠদের। লোকবল সঙ্কট সহ নানা অজুহাতে সাভার পৌরসভার মশক নিধন কার্যক্রম চলছে ধীর গতিতে। স্থানীয়দের প্রত্যাশা কর্তিপক্ষের কথার সাথে কাজের সমন্বয়ে মশা মুক্ত হবে সাভার পৌরসভা।