সাভার জাতীয় স্মৃতিসৌধে ছিল সব শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬১১ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে লাখো জনতার ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়েছেন একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধারা। জাতির গৌরবম দিনটি উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছিল সব শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভিড়। শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এসে গণফোরামের প্রতিষ্ঠা ডঃ কামাল হোসেন বললেন, কালো টাকা রাজনীতিকে অসুস্থ করেছে। আর বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র হরণ করা হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করা হবে। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মতে, গণতন্ত্র সঠিক পথেই এগোচ্ছে।
সত্যি এই ঋণ শোধ হবার নয়; জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ফুলেল শ্রদ্ধা সেকথাই জানান দিচ্ছে। একাত্তরে বীর সূর্যসন্তান। যাঁদের আত্মত্যাগে এসেছে লাল সবুজের স্বাধীন পতাকা। সেই মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের প্রতি একাত্তরের চেতনা ছড়িয়ে দিতে অভিভাবকদের চেষ্টা ছিল চোখে পড়ার মতো।
রাজনীতিবিদ থেকে শুরু করে চিকিৎসক শিক্ষকসহ সব শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদী। সময় গড়াতে বাড়তে থাকে ভিড়। একসময় জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ।













