সাভারে প্রতারক চক্রের মূল হোতা রাকিউল ইসলামসহ ৬ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাভারে বিভিন্ন সময়ে– কখনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, কখনো ডিআইজির ছেলে, আবার কখনো গোপালগঞ্জের বাসিন্দা পরিচয় দিয়ে ৯ তলা ভবন দখলের ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা রাকিউল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগম অভিযোগের পর তদন্ত শুরু করে সাভার থানা। তদন্তে প্রতারণার বিষয়টি বেরিয়ে এলে প্রতারক রাকিউল ইসলামসহ তার সহযোগীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গেলো রাতে ঢাকার ভাটারা ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা রাকিউলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। অপর সহযোগীদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এসময় প্রতারক চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প, সাইনবোর্ড, লোহার কাটার, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।