সাভারে পরিবহনে চাদাঁবাজীর অভিযোগে ১৯ জন আটক

- আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাভারে পরিবহনে চাদাঁবাজীর অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেলো কয়েকদিনে সাভার ও আশুলিয়া থানা এলাকায় পরিবহন সেক্টরে চাদাঁবাজি ও অরাজকতা সৃষ্টিকারী ৪২ জনের বিরুদ্ধে ৭ টি মামলা দায়ের করা হয় । এসব মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এ পর্যন্ত মামলার ১৯ আসামীকে আটক করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবহন সেক্টরে চাদাঁবাজির ঘটনায় সাভারে ৪টি এবং আশুলিয়া থানায় ৩টি মামলা হয়েছে । এরমধ্যে ৬টি মামলাই দ্রুত বিচার আইনের মামলা। অন্যদেরকেও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ইমন আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গাজীপুরের শ্রীপুরে গত রাতে হৃদয়ের অটোরিকশা ভাড়া নেয় ইমন আহমেদ। পরে শালবনের ভেতরের সড়কে নিয়ে হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করে সে। এরপর মরদেহ মাটিচাপা দিয়ে অটোরিকশা নিয়ে চলে যায়।