সাভারে দু’জন এবং মাদারীপুরে একজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
সাভারের দু’জন এবং মাদারীপুরে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভারের তেঁতুলঝোড়ায় কিশোর নুরন্নবীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, এনাম মেডিক্যাল কলেজ থেকে গার্মেন্টস কর্মী হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুরের শিবচরে থ্রি হুইলার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নামের এক ওষুধ বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে মরদেহ দেখে শিবচর থানায় খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। থ্রি হুইলারটি জব্দ করা হয়েছে। তিনি কিউ রেক্স ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।















